রাজধানীর কাফরুল এলাকায় মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনার সত্যতা পেলেও জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। সম্প্রতি এ মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
কাফরুল থানার পরিদর্শক (অপারেশন) আবদুল বাতেন বলেন, গত বছরের ১ মে আগারগাঁও থেকে কাজীপাড়া যাওয়ার সময় আশপাশের ভবন থেকে কেউ মেট্রোরেলে ঢিল ছোড়ে। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করে। যথাযথ গুরুত্বসহকারে মামলাটির তদন্ত করে পুলিশ। তাতে দেখা যায়, ঘটনাটি সত্য। কিন্তু অনেক চেষ্টা করেও এতে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। এ কারণে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। তবে সেখানে বলা হয়েছে, পরে কখনও যদি জড়িতদের ব্যাপারে তথ্য পাওয়া যায়, তবে তাদের বিষয়ে তদন্ত করে অভিযোগপত্র দেবে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, অনেক ওপর থেকে ঢিল ছোড়ায় সেই দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েনি। ফলে সংশ্লিষ্টদের শনাক্ত করার ক্ষেত্রে কার্যকর কোনো ক্লু পায়নি পুলিশ। তা ছাড়া প্রতিটি মামলার তদন্ত শেষ করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকে। সব দিক বিবেচনায় পুলিশ ‘চূড়ান্ত প্রতিবেদন’ আদালতে জমা দিয়েছে।