The news is by your side.

মেক্সিকোয় সন্ত্রাসবাদী হামলা, মেয়রসহ নিহত ১৯

0 148

 

 

মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন।

নিহত মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। তাঁর বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সিটি মেয়র। হামলার আগে বাড়িতে ঢুকে তাঁকেও গুলি করে হত্যা করা হয়।

ঘটনার পর তাঁর দল পিআরডি কনরাডোর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তাঁরা এই ঘটনার যথাযথ বিচার দাবি করেছে। তাঁরা হামলার জন্য দায়ী করেছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে।

হামলার পর দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।

হামলার কিছু সময় আগে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ লস টেকিলেরোসের সদস্যরা এই অঞ্চলে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে একটি ভিডিওবার্তা প্রকাশ করে। তারা নিরাপত্তা বাহিনীকে শহরে প্রবেশে বাধা দেওয়ার জন্য বড় যানবাহন দিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল।

এ ঘটনায় গুয়েরেরোর প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাডো পিনেদা টুইট বার্তায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.