The news is by your side.

মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন ডিএমপি কমিশনার

0 153

ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তবে যারা ঢাকার বাইরে যাবেন, তাদের মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ তার।

বৃহস্পতিবার  ঈদকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখা ও সেবা দানকারী সংস্থার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদের সময় ফাঁকা ঢাকায় তিন স্তরের নিরাপত্তা রাখা হয়েছে৷ তবে যারা ছুটিতে ঢাকার বাইরে যাবেন, তাদের প্রতি মূল্যবান সবকিছু সঙ্গে নিয়ে যাওয়ার বা নিরাপদ কোনো স্থানে রেখে যাওয়ার পরামর্শ রইলো।

এ সময় তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কোনোভাবেই কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না৷

কোরবানির পশু কেনা-বেচায় জাল টাকা ও প্রতারণা ঠেকাতে প্রতিটি হাটে টাকা শনাক্তকরণ মেশিন থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া হাটের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া শ্রমিক অসন্তোষ এড়াতে ঈদের আগেই পোশাক শ্রমিকদের বোনাস পরিশোধ করতে কারখানা মালিকদের বলা হয়েছে বলে জানান তিনি।

 

 

Leave A Reply

Your email address will not be published.