ভারতের বেনারস ও এলাহাবাদে ‘দরদ’-এর শুটিং শুরুর কথা ছিল ২০ অক্টোবর থেকে। ১৫ অক্টোবর মুম্বাইতে গিয়ে শুটিংয়ের প্রথম দিনেই শাকিব খানের অংশ নেওয়ার কথা থাকলেও তিনিসহ ১৪জনের ভিসা আটকে ছিল। গতকাল রাতেই সবাই ভিসা হাতে পেয়েছেন।
সংবাদ মাধ্যম অনুযায়ী, আগামীকাল সকালের একটি ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওয়ানা হবেন শাকিব খান। এরপর সেখানে পৌঁছে ফটোশুট, লুক সেট ও স্ক্রিপ্ট রিডিং সেশন করবেন নায়ক। এরপর ২৭ অক্টোবর থেকে শুটিং শুরু করবেন।
ছবিটি নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, ‘গল্পটা চমৎকার। এমন গল্পে এর আগে কাজ করা হয়নি। এটুকু বলতে পারি, “দরদ” দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রের দারুণ কিছুর সূচনা হতে যাচ্ছে।’
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। বাংলাদেশ থেকে পরিচালনা করবেন অনন্য মামুন। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ।