মুজিব বর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিকল্পনা নিয়েছে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে টি-২০ ক্রিকেট আয়োজনের। আইসিসি ওই ম্যাচগুলোকে আন্তর্জাতিক ক্রিকেটের স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে। আগামী মার্চে মাঠে গড়ানোর কথা আছে ওই ম্যাচ।
বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের জয়েন্ট সেক্রেটারি জয়েশ জর্জ ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসকে জানান, এশিয়া একাদশে কোন পাকিস্তান ক্রিকেটার থাকতে পারবে না।
তিনি বলেন, ‘আমরা এশিয়া একাদশের যে দিকটায় নজর রাখছি তা হলো, এশিয়া একাদশে কোন পাকিস্তানি ক্রিকেটার থাকতে পারবে না। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ নিয়ে এটাই আমাদের বার্তা। দুই দেশের ক্রিকেটার এক সঙ্গে খেলার প্রশ্নই আসে না।’ এশিয়া একাদশে খেলার জন্য ভারতের কাছে পাঁচজন ক্রিকেটার চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওই পাঁচজন কারা হবেন সেটা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি ঠিক করবেন বলেও জানান তিনি।