The news is by your side.

মুক্তি পেয়েছে মিলার নতুন চমক ‘টোনা টুনি’

0 90

 

সংগীতশিল্পী মিলা। মাঝে দিয়েছেন দীর্ঘ বিরতি। সাম্প্রতিক সময়ে স্টেজ শো আর নতুন গানে ব্যস্ত হয়েছেন।

এবারের ঈদে মিলার নতুন চমক ‘টোনা টুনি’। গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন মিলা নিজেই। গানের মডেলও হয়েছেন মিলা। সংগীত জীবনের শুরুতে নিজের একাধিক জনপ্রিয় গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করেছিলেন তিনি।

মিলার সঙ্গে ভিডিওতে মডেল হয়েছেন মারুফ চৌধুরী অমি। গানের ভিডিও নির্মাণ করেছেন ইলজার ইসলাম। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ঈদ আয়োজনে গতকাল সন্ধ্যা ৭টায় গানটির ভিডিও মুক্তি পেয়েছে।

মিলা তার নতুন গান নিয়ে বলেন, ‘‘‘টোনা টুনি’’ গানের কথাগুলো একেবারে আলাদা। আমি ড্যান্সার, তার পরও এ গানের জন্য আলাদা করে নাচ করতে হয়েছে। নিজের সেরাটা দিয়ে ভালো করার চেষ্টা করেছি। এতটুকু বলতে পারি, বিভিন্ন উৎসব মাতানোর মতো একটি গান হয়েছে এটি । গানটি দিয়ে মঞ্চ মাতানোর অপেক্ষায় আছি।’

গানটি নিয়ে ভক্তদের উদ্দেশে মিলা বলেন, ‘গানটি মুক্তি পাওয়ার পর টিকটকে সবচেয়ে বেশি যাদের ভিডিও ভিউ হবে এবং ভালো পারফর্ম করবে এমন ১০ জনের সঙ্গে আমি পারফর্ম করব।’

‘রূপবান’ গানের মাধ্যমে প্রথমবার আইটেম গানে পা রেখেছিলেন মিলা। এরপর আইটেম গানে তাকে আর দেখা যায়নি । এ নিয়ে মিলা বলেন, ‘আমার ভক্তরা অসংখ্য বার আইটেম গান দেখার আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু আমার মনের মতো গানের কথা পাইনি। শেষ পর্যন্ত নিজেই গানের কথাগুলো লিখেছি। সেই সঙ্গে নিজের মতো করে সুর ও সংগীতায়োজন করেছি।’

 

Leave A Reply

Your email address will not be published.