The news is by your side.

মুক্তি পাচ্ছে সোনম কাপুর অভিনীত ‘ব্লাইন্ড’

0 144

মাতৃত্বের স্বাদ উদযাপন করতে করতেই কাজে ফিরলেন বিটাউন তারকা সোনম কাপুর। আগামী মাসেই মুক্তি পেতে চলেছে সোনম অভিনীত সিনেমা ‘ব্লাইন্ড’।

বলিউডসূত্রের জানা যায়, জিও সিনেমায় আগামী ৭ জুলাই মুক্তি পাবে এই সিনেমা। এটি নির্মাণ করেছেন সোম মাখিজা।

‘ব্লাইন্ড’ মূলত ক্রাইম থ্রিলার। সিনেমায় পুলিশের চরিত্রে অভিনয় করেছেন সোনম কাপুর। একটি অ্যাকসিডেন্টে চোখের দৃষ্টি হারান সোনম। আর দৃষ্টিহীন অবস্থাতেই কীভাবে তিনি একজন সিরিয়াল কিলারকে ধরবেন সেই গল্পই দেখা যাবে পর্দায়।

২০২২ সালের মার্চে মা হওয়ার কথা ঘোষণা করেন এই সোনম। স্বামী আনন্দ আহুজার সঙ্গে প্রেগন্যান্সি শুটের ছবি পোস্ট করে মাতৃত্বের কথা ঘোষণা করেন লাস্যময়ী এই অভিনেত্রী।

‘ব্লাইন্ড’ সিনেমায় সোনম ছাড়া আরও অভিনয় করেছেন, পুরব কোহলি, বিনয় পাঠক, লিলেট দুবে এবং শুভম সরফ সহ বলিউডের একাধিক পরিচিত মুখ।

Leave A Reply

Your email address will not be published.