কক্সবাজার অফিস
মিয়ানমার থেকে নাফ নদী হয়ে সাঁতরে মহিষের একটি পাল টেকনাফে প্রবেশ করেছে। এ সময় ১৯টি মহিষ বিজিবি উদ্ধার করে হেফাজতে নিয়ে রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফের হ্নীলার জাদিমুরা সীমান্ত দিয়ে আসা মহিষগুলো কাস্টমকে হস্তান্তর করে বিজিবি।
এই বিষয়ে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার ভিশন নিউজ ২৪ কে জানান, মিয়ানমার থেকে প্রবেশকালে ১৯টি মহিষ পাওয়া গেছে। এসব মহিষের কোনও মালিক পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি, মহিষগুলো মিয়ানমার থেকে নাফ নদ সাঁতরে এপারে চলে এসেছে। পরে মহিষগুলো টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।