The news is by your side.

‘মিস ইন্ডিয়া ২০২৩’, ১৫ এপ্রিল  গ্র্যান্ড ফিনালে ২৯ সুন্দরী

0 187

নতুন সুন্দরীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত। শুরু হয়ে গেছে ‘মিস ইন্ডিয়া ২০২৩’-এর আসর।

মণিপুর রাজ্যে বসছে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ সৌন্দর্য প্রতিযোগিতার চূড়ান্ত আসর। এটি মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ৫৮তম বছর।

আগামী ১৫ এপ্রিল ইম্ফলের খুমান লম্পক ইনডোর স্টেডিয়ামে হবে এই সৌন্দর্য প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। এই প্রতিযোগিতায় অংশ নিতে শনিবারই ইম্ফলে এসে গেছেন বিভিন্ন রাজ্যের সেরা সুন্দরীরা।

শনিবার সেখানে আসেন ২৯জন প্রতিযোগী। তাঁরা ইম্ফল বিমানবন্দরে নামতেই সেখানে দেখা যায় সৌন্দর্যের ঝলক। সেখানেই তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এক সঙ্গে বিমানবন্দরের বাইরেই ছবি তোলার জন্য বিশেষ পোজ দেন সকলে।

প্রতিযোগীরা ইম্ফলে নামার পরেই তাদের স্বাগত জানান মনিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং।

প্রতিযোগীদের একটি ভিডিও টুইট করে মণিপুরের মুখ্যমন্ত্রী লিখেছেন, “দেশের রত্ন, সংস্কৃতির পীঠস্থান মণিপুরে ফেমিনা মিস ইন্ডিয়ার প্রতিযোগীদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি।” সেখানের আতিথেয়তা এই প্রতিযোগীরা মনে রাখবেন বলেও আশাবাদী তিনি।

বিরেন সিং বলেন, “এখানে গ্র্যান্ড ফিনালে হওয়ার সঙ্গে, আমি আশা করি আপনারা আপনাদের এখানে থাকা উপভোগ করবেন। যখন আপনি যাবেন তখন মণিপুরের শুভেচ্ছা, বন্ধুত্ব এবং উষ্ণ আতিথেয়তাকে সঙ্গে নিয়ে যাবেন।”

Leave A Reply

Your email address will not be published.