The news is by your side.

মিরপুরে পুলিশ ও পোশাকশ্রমিকদের সংঘর্ষ

0 93

মিরপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে পোশাকশ্রমিকরা সড়ক ছেড়ে দেয়।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে তাদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

মজুরি বৃদ্ধির দাবিতে আজ সকালের দিকে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ এবং দোকানপাট ভাঙচুর করেন পোশাশ্রমিকরা। পরে মিরপুর ১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে।

প্রথমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদের সড়কে অবস্থান না করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। কিন্তু সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় পোশাককর্মীরা বেশ কয়েকটি ভবনে ভাঙচুর চালান।

পুলিশ বলছে, দফায় দফায় পোশাকশ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করছে। সড়ক অবরোধ করে অরাজক পরিস্থিতি যেন না ঘটে, সে জন্য সড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ জানানো হয়। কিন্তু অনুরোধ না শুনে শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে সকাল থেকে মিরপুর ১১ নম্বর ও ১ নম্বর এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের বিভিন্নভাবে বোঝানো হয়েছে কিন্তু তারা সরে যায়নি।

গত ৩১ অক্টোবর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শ্রমিকরা। একই দাবিতে টানা তৃতীয় দিন রাজপথে নামেন শ্রমিকরা।

 

Leave A Reply

Your email address will not be published.