The news is by your side.

মিরপুরে অনুশীলনে ব্যস্ত সাকিব আল হাসান

0 206

 

ব্যাটে-বলে প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে নজর কাড়ার মতো পারফরম্যান্স করতে পারেননি সাকিব।

দেশে ফিরে এসেছেন বাংলাদেশ অধিনায়ক। বুধবার সকালে ঢাকায় এসে দুপুরে যান মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এসেই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে অনুশীলন করেন সাকিব।

বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর শেরেবাংলার ইনডোরে সাকিব। সেখানেই আজ আবার অনুশীলনে নেমেছেন তিনি। বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে সাকিব প্রবেশ করেন মিরপুরের ইনডোরে। সেখানে তার ছোটবেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন শুরু করেছেন এই টাইগার অধিনায়ক।

কাজ করেছেন শুধুই ব্যাটিং নিয়ে। আজও কথা রয়েছে ব্যাটিং অনুশীলন করার। অনুশীলন শেষে আজই সাকিবের ঢাকা ত্যাগ করার কথা।

অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম । তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা করছেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.