প্রেক্ষাগৃহে এখনো চলছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমা। যেটাকে ক্যারিয়ারের সেরা ছবি বলে দাবি করেছেন মিম। পরাণ সিনেমায় অনন্যা চরিত্রে রীতিমতো চমকে দিয়েছেন মিম।
পুরো সিনেমা জুড়ে দর্শক বুঁদ হয়ে ছিলেন অনন্যা চরিত্রে। এমন ঝটিল চরিত্রে মিম যে অনবদ্য অভিনয় করেছেন তা জাস্ট এমাজিং। মিম এবার হাজির হচ্ছেন হাসনা হয়ে। গুণী এই অভিনেত্রী আবারও নিশ্চিত অভিনয়ে মুগ্ধ করবেন আমাদের তা ট্রেলারে স্পষ্টই বুঝা গেছে। ট্রেলারে মিম যেভাবে ধারালো অস্ত্র হাতে একজনকে কোপালেন এবং মুখে থুতু দিলেন তা এককথায় টপনচ্। পুরো ট্রেলারে মিমকে দেখে খুবই আশাবাদী। অন্যরকম মিমকে দেখতে পাচ্ছি নিঃসন্দেহে।
দামাল নিয়ে মিম কি ভাবছেন?
মিম বলেন, ‘দামালে খুব চ্যালেঞ্জিং চরিত্র করেছি। নিজেকে অনেক লাকি মনে করি মুক্তি যুদ্ধের সময়ের গল্পে কাজ করতে পেরে। ছবিটি আমাদের গর্ব করার মতো একটা ছবি। মিম আরও বলেন, ”অনন্যাকে যারা গালি দিয়েছেন, হাসনাকে তারা তালি দেবেন’। পরাণ’ এ অনন্যা প্রেমিক রোমান চরিত্রে অভিনয় করা শরিফুল রাজ ‘দামাল’ এ মিমের বিপরীতে অভিনয় করেছেন। এতে রাজের চরিত্রের নাম মুন্না। তবে মিম যে নিজের অভিনয় যাদুতে আবারও বিমোহিত করবেন তা নিশ্চিত করে বলা যায়। এমন গল্প নির্ভর ও সত্য ঘটনা নিয়ে নির্মিত সিনেমা মিম আনপ্যারালাল।
‘দামাল’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফী। ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক একটি ঘটনাকে কেন্দ্র করে ফরিদুর রেজা সাগরের গল্প ভাবনায় ‘দামাল’ নির্মিত হয়েছে। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম-উদ-দৌলা। ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।