কিয়েভ কোনও দেশে হামলার সিদ্ধান্ত নিলে ইউক্রেন সংঘাতে জড়াতে পারে বেলারুশ। সোমবার এমন হুমকি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
রাশিয়ার রাষ্ট্রীয় তাস নিউজ এজেন্সিকে সাক্ষাৎকারে আলেক্সি পোলিশচুক বলেন, প্রতিরোধের অংশ হিসেবে বেলারুশের সঙ্গে যৌথ মহড়ার আয়োজন করেছে রাশিয়া। সতর্ক করে তিনি বলেন, বেলারুশ অথবা রাশিয়ার হামলার শিকার হলে মিনস্ক ইউক্রেন সংঘাতে যোগ দিতে পারে।
এদিকে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই দেশের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। বেলারুশের বিমানবাহিনী এবং সব বিমানঘাঁটি মহড়ায় যুক্ত থাকবে। এরই মধ্যে রাশিয়ার সংশ্লিষ্ট বিমান ইউনিটগুলো বেলারুশে পৌঁছেছে।
ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরু থেকেই মস্কোর পক্ষে কাজ করছে বেলারুশ। মস্কোর কথিত সামরিক অভিযান শুরুর আগে বেলারুশে যৌথ মহড়ায় অংশ নেয় রুশ বাহিনী। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সেন্ডার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সূত্র: আল জাজিরা।