অভিনয় ক্যারিয়ারের পাশাপাশি সম্প্রতি ব্যক্তিগত জীবনের কারণেও চর্চায় অভিনেতা জিতু কমল। স্ত্রী নবনীতা দাস জানিয়েছেন বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তারা। যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি জিতু। অভিনেতা ব্যস্ত নিজের কাজে। একের পর এক প্রজেক্টে কাজ করছেন জিতু, সেই সমস্ত কাজের সঙ্গে যোগ রয়েছে এমন সব ছবিও পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়।
নতুন প্রজেক্টের সূত্রেই রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। সেলফি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেতা লিখেছেন- ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। গল্প দুলাল দের। পরিচালনার দায়িত্বেও থাকছেন তিনি। ছবিতে জিতুর দোলাভাইয়ের চরিত্রে দেখা যাবে শিলাজিৎ মজুমদারকে। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুহোত্র মুখোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, আরজে সায়ন, লোকনাথ দে প্রমুখ।
জিতু কমল সিনেমা নিয়ে আগেই জানিয়েছেন, ‘গল্পটা ভীষণ ইন্টারেস্টিং। কেবল গোয়েন্দা গল্প বলে রাজি হইনি। গল্পটা আমায় টাচ করেছে তাই করব। যে গল্প আমাকে ছুঁয়ে যাবে সেটা করব।’