বিগত বছরের মা দিবসে চিত্রনায়িকা মাহিয়া মাহি তার নিজের মাকে নিয়ে নানা আবেগ উচ্ছ্বাস দেখিয়েছেন। মাকে নিয়ে মন্তব্য করেছেন গণমাধ্যমে। আজকের মা দিবসে তিনি নিজেই একজন সন্তানের মা। গত ২৯ মার্চ পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। তাই আজকের দিনটি মাহিয়া মাহিকে দারুণ আবেগি করে তুলেছে।
মা দিবসের ভাবনা ও উদযাপনের বিষয়াদি জানতে রোববার মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হয়। সমকালকে তিনি বলেন, ‘মা হওয়ার হওয়া আনন্দের অনুভূতির চেয়ে পৃথিবীতে আর কোনো আনন্দময় অনুভূতি হয় না। এটা আগে শুনেছি। এখন নিজেই অনুভব করছি এটা। বিশ্বাস করেন, যখন আমার ছেলের মুখ দেখি তখন মনে হয়, পৃথিবীর সবচেয়ে সুখী নারীটিই আমি।’
মাহি বলেন, নিজে মা হওয়ার পর আমার মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান আরও বেড়ে গেছে। বুঝতে পেরেছি আমার মা আমার জন্য কত কষ্ট করেছেন। তাই মায়ের সঙ্গে আর রাগ করি না, অভিমান করি না।
মাহিয়ার মাহির ছেলের নাম মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার। বয়স সবে ২ মাস। মাহি জানালেন, তার জীবনে পূর্ণতা হচ্ছে ফারিশ।
সিনেমার এই নায়িকা এখন পুরোপুরি মা হয়ে উঠেছেন। ছেলেকে নিয়েই তার পুরো দিন। ছেলের খাওয়া-দাওয়া, ঘুম, খেলা সব কিছুর সঙ্গিই মাহি। বাসায় অন্য লোকরাও আছে কিন্তু মাহি তার সন্তানকে এক পলকও চোখের আড়াল করতে চান না।
নায়িকার ভাষ্য, ‘আমি তো ২৪ ঘণ্টাই ফারিশের সঙ্গে। ওর প্রতিটি মুভমেন্ট আমি দেখি, উদ্দেলিত হই। মোট কথা এখন ফারিশকেন্দ্রিক আমার জীবন।’
মা দিবসে মাহি বললেন, ‘ফারিশের মুখে মা ডাক শুনতেই এখন কেবল অপেক্ষা । কবে আমার ছেলে আমাকে মা বলে ডাকবে।’