The news is by your side.

মালাইকা আরোরা: খোলা চুল, হালকা বাউন্সি, ঠোঁটে গোলাপি আভা!

0 90

মালাইকা আরোরা ফ্যাশন উইকে তাক লাগালেন থ্রি–পিসে। গোলাপি ব্রালেট, কেপ জ্যাকেট আর স্কার্টেই মাতালেন ফ্যাশন প্যরাডে। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে অভিনেত্রী উপস্থাপন করলেন এই সিজনের স্প্রিং –সামার কালেকশন।

এখন বিয়েবাড়ির মরশুম। বর কনের সাজ তো জাঁকজমকপূর্ণ হবেই। সাজে ঝলমলে হয়ে ওঠেন পাত্র–পাত্রীর বন্ধু পরিবার পরিজনরাও। এখনকার বিয়ের অনুষ্ঠান মানেই একাধিক ইভেন্ট। প্রি–ওয়েডিং, সঙ্গীত, মেহেন্দি, বিয়ে, রিসেপশন! সব ইভেন্টেই চায় আলাদা আলাদা লুক। আর সব লুকই হবে নজরকাড়া।

এই গরমের দিনে সুতির ফ্যাব্রিকই আরামদায়ক। বিয়ের সাজ হতে হবে  ফ্যাশনেবল। সেক্ষেত্রে ভরসা ঝলমলে, ঢিলেঢালা পোশাক। মালাইকার এই নতুন লুক পেতে পারেন আপনিও। বিয়ের অনুষ্ঠানে সকালের দিকে সাজের জন্য মালাইকা হোক আপনার অনুপ্রেরণা।

গোলাপির নানা শেড। ব্রালেটে হালকা গোলাপি সঙ্গে রুপোলি জরির কারুকাজ।  সেলফ কাজ করা গোলাপি স্কার্ট। সঙ্গে গাঢ় ও হালকা গোলাপি কেপ জ্যাকেট। হাতায় রুপোলি জরির ডিজাইন। খোলা চুল, হালকা বাউন্সি। হাতে স্টেটমেন্ট আংটি। নিখুঁত নেল আর্ট। আইশ্যাডোতে হালকা শিমার। ঠোঁটে গোলাপি আভা। সব মিলিয়ে নজরকাড়া মালাইকা।

 

Leave A Reply

Your email address will not be published.