The news is by your side.

মালাইকা অরোরার জন্মদিন আজ

প্রেমিক অর্জুন লিখলেন- তুমি আমার হও

0 234

বিনোদন ডেস্ক

জন্মদিন মালাইকার আজ । বি টাউনে উপছে পড়ছে উচ্ছাস। নজর-  বিশেষ একজনের শুভেচ্ছাবার্তা ঘিরে। তিনি আর কেউ নন, অর্জুন কাপুর।

অর্জুন-মালাইকা জুটি নিয়ে বি টাউন এবং তার বাইরে  একটা সময়ে আলোচনা হয়েছে ব্যাপক। বয়সের ব্যবধান সহ একাধিক বিষয়ে কটাক্ষ থেকে ট্রোল, হয়েছে বহুকিছু। তবে কখনই দুজনকে এসব বিষয়ে খুব একটা মাথা ঘামাতে দেখা যায়নি। এমনিতেও এখন সেসব পেরিয়ে এসেছেন দুজনে। এখন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বাকি সময় দেন একে অপরকে।

প্রেমিকার জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা দিলেন প্রেমিক কাপুর। নিজের সামাজিক মাধ্যমে দুজনের একটি ছবি পোস্ট করেছেন অর্জুন কাপুর। আর তাতে লিখেছেন, “শুভ জন্মদিন। তুমি যেমন, তেমন থেকো, খুশিতে থেকো।” এবং শেষ লাইনে লিখেছেন, “আমার হও।”

অর্জুনের এই শুভেচ্ছা বার্তা ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমের নানা জায়গায়। দুজনের ছবিও শেয়ার করেছেন অনেকে।

অর্জুন ছাড়াও মালাইকার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অমৃতা অরোরা, করিনা কাপুর, করিশমা কাপুর সহ বি টাউনের আরও অনেক তারকা।

Leave A Reply

Your email address will not be published.