The news is by your side.

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী আটক

0 113

 

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত দেড়টায় সেলাঙ্গর রাজ্যের ডেংকিল এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি হলেন ১২ জন। আর বাকিদের মধ্যে ইন্দোনেশিয়ার ২৫ জন পুরুষ ও পাঁচ নারী, মিয়ানমারের নাগরিক পাঁচজন এবং একজন ভিয়েতনামের নারী রয়েছেন।

তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য লেংগেং ইমিগ্রেশন ডিপোর নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে। তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনো জানানো হয়নি।

অভিবাসন বিভাগ সূত্রে জানা যায়, প্রথমে অভিযানে ৬৩ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৮ জন বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের আটক করা হয়।

আটক অভিবাসীরা অভিবাসন বিভাগ আইনে ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশনস ১৯৬৩ লঙ্ঘন করেছেন বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

এদিকে অভিযান পরিচালনার সময় নির্মাণস্থলে থাকা ধারাল ধাতব ধ্বংসাবশেষের আঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা আহত হয়েছেন বলে জানা গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.