সেলফি তোলা নিয়ে অশান্তি। চেম্বুরে গাইতে গিয়ে সোনু নিগমের উপর চড়াও সেখানকার বিধায়ক প্রকাশ ফাটরেপেকরের ছেলে। গায়কের অভিযোগ বিধায়কের ছেলে তাঁর চুল ধরে টানেন, তাঁর নিরাপত্তারক্ষী, ম্যানেজারকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এমনকি, তাঁর সঙ্গে অভব্য আচরণ করেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। ইতিমধ্যেই বিধায়কের ছেলে স্বপ্নীল প্রকাশ ফাটরেপেকরের বিরুদ্ধে চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন সোনু। এই ঘটনার ভিডিয়ো নিমেষে ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। ঘটনার পর দিন সকালেই মুম্বই ছাড়লেন সোনু। অন্য দিকে, ছেলের হয়ে ময়দানে নামলেন বিধায়ক বাবা। ক্ষমা চাইলেন গায়কের কাছে।
অভিযুক্তের বাবা শিবসেনা বিধায়ক প্রকাশ ফাটরেপেকরের বলেন, ‘‘পুরো ঘটনাটাই অনিচ্ছাকৃত। ও কাউকে ধাক্কা দিতে চায়নি। শিল্পী স্টেজ থেকে নেমে যাওয়ার সময় নিজস্বী নিতে গিয়েছিল। যা হয়েছে খুবই দুঃখজনক। ছেলে হিসেবে খুবই নম্র, শান্ত। আমি ক্ষমা চাইছি, গোটা ঘটনায় অনুতপ্ত।’’
অন্য দিকে, মঙ্গলবার সকলেই মুম্বই বিমানবন্দরে দেখা মিলল সোনুর গানের অনুষ্ঠানে যোগ দিতেই অন্য শহরে যাচ্ছেন অভিনেতা। যাওয়ার আগে বললেন, ‘‘সব ঠিক আছে।’’
- Design