The news is by your side.

মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

0 125
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানে রুটিন কনস্যুলার পরিষেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমান নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি কারো আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কনস্যুলার সেকশনে নিয়মিত পরিষেবা ফের চালুর জন্য অপেক্ষা করতে হবে।

এ ছাড়া দ্রুত অ্যাপয়েন্টমেন্টের জন্য এই লিংকে আবেদন করতে বলা হয়েছে। একই সঙ্গে কোনো প্রশ্ন থাকলে support-bangladesh@ustraveldocs.com ঠিকানায় ই-মেইল করতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.