মার্কিন অস্ত্র কোম্পানি লকহিড মার্টিন ও রেইথনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি। বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
বিবৃতিতে বলা হয়, চীনের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো প্রকার আমদানি-রপ্তানিতে লকহিড মার্টিন ও রেথিয়ন মিসাইল অ্যান্ড ডিফেন্স করপোরেশনের অন্তর্ভুক্তি নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে তাইওয়ানের কাছে ১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।
ওই সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অস্ত্র বিক্রির ঘটনা চীনের নিরাপত্তা ইস্যুকে হেয় করে। এছাড়া এ ঘটনা চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক, তাইওয়ান প্রণালি ঘিরে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করে।
- Design