The news is by your side.

মারা গেছেন ফুটবল কিংবদন্তি পেলের মা

0 40

 

২০২২ সালের ২৯ ডিসেম্বর মারা যান ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। এর প্রায় দেড় বছর পর মারা গেলেন পেলের মা সেলেস্তে আরান্তেস। শুক্রবার স্থানীয় এক হাসপাতালে ১০১ বছর বয়সে মারা যান তিনি।

২০২২ সালে পেলে চলে যাওয়ার খবর তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত জানতেন না। তিনি গত ৫ বছর ধরে আলাদা জগতে ছিলেন। ৮ দিন আগে তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

পেলে ফাউন্ডেশন থেকেও এক বিবৃতি দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, ”আজকে আমরা সবাই মর্মাহত। সেলেস্তিনহার মৃত্যুতে আমরা শোকাহত এই নামেই তার ছেলে তাকে ডাকতো। ডোনা সেলেস্তে একজন গর্বিত মা এবং আজীবন তাকে ভালোবাসা ও সম্মানের সহিত স্মরণ করা হবে।”

Leave A Reply

Your email address will not be published.