মারধর, হুমকি ও শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে আজ সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে মামলাটি সাক্ষ্যগ্রহণের হাজির হলে বেলা সোয়া একটার দিকে কাঠগড়ায় দাঁড়িয়ে সেদিনের ঘটনার কিছু বিবরণ দেন। সাক্ষ্য দেওয়ার একপর্যায়ে আইনজীবীদের প্রশ্নের উত্তরে পরীমণি ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেন, এত লোকের মাঝে আমি কীভাবে এ বিষয় বলবো।
এসময় বিচারক বলেন, প্রকাশ্য আদালতে আপনার বলতে সমস্যা হলে ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন।
এরপর পরীমণির আইনজীবী নীলঞ্জনা সুরভী রিফাত ক্যামেরা ট্রায়ালের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে ১৩ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। এদিন ক্যামেরা ট্রায়ালে এ মামলার বিচার হবে।
পরীমণির আইনজীবী বলেন, মামলাটি স্পর্শকাতর। অনেক বিষয় আছে যা সবার সামনে বলা যায় না। পরীমণি সাক্ষ্য দেওয়ার সময় আইনজীবীরা বিভিন্ন সময় প্রশ্ন করতে থাকেন। এসময় কান্নাজড়িত কণ্ঠে পরীমণি বলেন, এত লোকের সামনে কীভাবে বলবো। তখন বিচারকের নির্দেশে আমরা ক্যামেরা ট্রায়ালের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে ২০২২ সালের ২৯ নভেম্বর সকালে পরীমণি তার স্বামী রাজকে নিয়ে আদালতে উপস্থিত হন। এসময় আসামি অমি ও শহিদুল হাজিরা দেন। তবে অসুস্থ থাকায় সময়ের আবেদন করেন নাসির উদ্দিন। দুই আসামির উপস্থিতিতে পরীমণির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর আদালত পরীমণির আংশিক জবানবন্দি রেকর্ড করেন।