The news is by your side.

‘মারকিউলিস’এর অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে: সাবিলা নূর

0 162

ছোট পর্দার পরীক্ষিত অভিনেত্রী সাবিলা নূর। দর্শকপ্রিয় বহু নাটকে তাকে দেখা গেছে। তবে এই প্রথম কাজ করলেন ওয়েব সিরিজে। এর নাম ‘মারকিউলিস’। কোরবানির ঈদ উপলক্ষে এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে।

সম্প্রতি সিরিজটির ট্রেলার প্রকাশ হয়েছে। ‘একজনের সাথে জাস্টিস করতে গিয়ে আমি তোমার সাথে ইনজাস্টিস করে ফেলেছি’—এমন একটি সংলাপ দিয়ে শুরু হয় ট্রেলারটি। যা দর্শকের মনে রহস্যের দানা বাঁধায়। এরপর গল্পের আভাস মেলে। সেটা এরকম—জয়িতার সাজানো-গোছানো জীবন হঠাৎ করেই এলোমেলো হয়ে যায়। প্রেমিক রবিন নিখোঁজ হওয়ার পর তার জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে। রবিনকে খুঁজতে এক অজানা যাত্রায় বের হয় জয়িতা।

তবে ঘটনা জটিল রূপ নেয়, যখন মারকিউলিস নামের এক অদৃশ্য কেউ ধর্ষকদের খুন করতে থাকে। বিচারহীনতার সংস্কৃতি, অরাজকতা ও অবিশ্বাস দানা বাঁধে সমাজে। কিন্তু কে এই মারকিউলিস? উত্তর মিলবে পুরো সিরিজে।

আবু শাহেদ ইমনের পরিচালনায় আট পর্বের এই সিরিজে সাবিলা ছাড়াও দেশের একঝাঁক তারকা অভিনয় করেছেন। এতে আছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারীসহ অনেকে।

নিজের প্রথম সিরিজ নিয়ে সাবিলা নূর বললেন, ‘আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি, তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারা জীবন থাকবে। এই সিরিজের সহশিল্পীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ। ইমন ভাই অসাধারণ একজন পরিচালক। ওনার কাজের প্রসেস খুব ইউনিক।’

পরিচালক আবু শাহেদ ইমন বলেন, “মারকিউলিস আমার প্রথম ওয়েব সিরিজ। এই গল্পের ধরনটা মৌলিক। আর এত সব তারকা নিয়ে কাজের অভিজ্ঞতাও চমৎকার। এমনভাবে সিরিজটা তৈরি করা হয়েছে, যাতে সবাই এটা উপভোগ করতে পারেন।”

Leave A Reply

Your email address will not be published.