The news is by your side.

মানুষ বাস্তবধর্মী ছবির দিকে বেশি ঝুঁকেছেন:  স্বস্তিকা মুখোপাধ্যায়

0 205

 

 

বদলেছে সিনেমা। বদলেছে প্রজন্ম। গল্প বলার ধরনও পাল্টেছে। এ বার গৃহবধূর গল্প নিয়ে আসছে ‘শ্রীমতী।’ পরিচালনায় অর্জুন দত্ত। মুখ্য চরিত্রে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সোহম চক্রবর্তী।

শেষ কয়েক বছরে সম্পূর্ণ অন্য স্বাদে দর্শকের কাছে ধরা দিয়েছেন স্বস্তিকা। ধারাবাহিক, মূল ধারার ছবির হাত ধরেই তো নায়িকার উত্থান।

এত বছর পর সে রকম ছবিতে  আবারও অভিনয় করতে ইচ্ছে করে না? শনিবার লাইভে মনের ইচ্ছে খুলে বললেন অভিনেত্রী।

তাঁর দাবি, বললেন, “মূল ধারার ছবিতে অভিনয় করতে ইচ্ছে করে। মারপিট দেখলেই মনে হয়,  ইশ যদি অভিনয় করতাম এই ছবিতে! অনেক দিন করিনি। ছবির ঝলক দেখে ভাল লাগে। তবে এখন সময় বদলে গিয়েছে। তাই মানুষ বাস্তবধর্মী ছবির দিকে বেশি ঝুঁকেছেন।”

একটা সময়ে চুটিয়ে মূল ধারার ছবিতে অভিনয় করেছেন স্বস্তিকা। স্বস্তিকা-জিৎ জুটি নজর কেড়েছিল দর্শকের। কিন্তু ধীরে ধীরে নিজের কাজের ধারা বদলেছেন অভিনেত্রী। এত বছর পরে এখনও যে সেই মুহূর্তগুলো তাঁকে টানে, বুঝিয়ে দিল নায়িকার কথাই।

 

Leave A Reply

Your email address will not be published.