The news is by your side.

মানুষের স্বপ্ন ও সম্ভাবনার  প্রতিচ্ছবি পদ্মা সেতু:  এনামুল হক শামীম

0 248

 

দেশের ১৭ কোটি মানুষের স্বপ্ন ও সম্ভাবনার  মূর্ত প্রতিচ্ছবি পদ্মা সেতু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্নপ্রত্যয়ী ও দূরদর্শী নেতৃত্বের ফলে যা বাস্তবে রুপ নিয়েছে।

আজ রাজধানীতে শরীয়তপুর সাংবাদিক সমিতি আয়োজিত এক আলোচনাসভায়  পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এ কথা বলেন।

আলোচনায় অংশ নেন সংসদ সদস্য  নাহিম রাজ্জাক, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন,  দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলমসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এনামুল হক শামীম বলেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে   প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে নির্মিত পদ্মা সেতু , পদ্মাপারের মানুষদের জীবনে  দিনবদলের নতুন অধ্যায় রচনা করবে;  একই সঙ্গে  আন্তঃজেলা এবং অন্তর্দেশীয় যোগাযোগের ক্ষেত্রে  উন্মুক্ত করবে সম্ভাবনার  নতুন  করিডোর।

 

Leave A Reply

Your email address will not be published.