The news is by your side.

মানুষের সমালোচনা নিয়ে ভাবলে কাজই করতে পারব না : রুক্ষ্মিণী মৈত্র

0 120

টালিউডের জনপ্রিয় নায়িকা রুক্ষ্মিণী মৈত্র সম্প্রতি ‘নটী বিনোদনী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়া ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির সত্যবতী চরিত্রে দেখা যাবে এ  অভিনেত্রীকে। তবে দুটি চরিত্রেই সমালোচনার মুখে পড়েছেন রুক্ষ্মিণী। অনুরাগীরা এ ধরনের চরিত্র মেনে নিতে পারেননি। তবে এ সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।

গণমাধ্যমকে তিনি বলেন, আমি সমালোচনা নিয়ে যতটা না ভাবি, তার থেকেও বেশি ভাবি কাজ কতটা ভালোভাবে করা যায়। সত্যবতীর চরিত্রের ক্ষেত্রেও তাই। আর ব্যোমকেশের মতো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়া সত্যিই বড় ব্যাপার।

সত্যবতীর চরিত্রে প্রথম দিন থেকে আমাকেই চেয়েছিলেন পরিচালক। এটা আমার কাছে বিশাল পাওয়া। সব চরিত্রকে বোঝার চেষ্টা করছি। দামিনী বেণী বসুর কাছে ওয়ার্কশপ করছি। মানুষের সমালোচনার কথা নিয়ে ভাবলে কাজই করতে পারব না।

ছবির প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে দেবকেও। অনেকেরই বক্তব্য— ‘অ্যামাজন অভিযান’-এর লুক আর ব্যোমকেশের লুকের মধ্যে তো কোনো পার্থক্যই বোঝা যাচ্ছে না। যদিও এমন কোনো কথায় কান দেওয়ার সময় নেই নায়কের। একের পর এক ছবি নিয়ে তিনি তুমুল ব্যস্ত। ব্যোমকেশের পর পূজায় মুক্তি পাবে ‘বাঘা যতীন’।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.