The news is by your side.

মানিলন্ডারিং ও অস্ত্র মামলায় জামিন পেলেন সম্রাট

0 268

 

 

পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন  ইসমাইল চৌধুরী সম্রাট। রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

সকালে সম্রাটকে আদালতে হাজির করে রমনা থানার মানিলন্ডারিং আইনের মামলায় তার বিরুদ্ধে তিনদিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মেহেদী মাকসুদ।

সম্রাটের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ জামিনের বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড না মঞ্জুর করে জামিনের আদেশ দেন আদালত। একইদিন অস্ত্র আইনে করা আরেক মামলায়ও সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।

এ দিন সকাল সাড়ে ৯টার দিকে অ্যাম্বুলেন্সে করে সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে ঢাকার সিএমএম আদালতে আনা হয়।

২০১৯ সালের ৭ অক্টোবর ক্যাসিনোকাণ্ডে সম্রাটকে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

Leave A Reply

Your email address will not be published.