The news is by your side.

মানবতাবিরোধী অপরাধে চার পিরোজপুরের যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড

0 143

 

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়া থানায় দায়ের করা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ জুলাই) মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ ঘোষণা করেন।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে চারটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রায়ের সময় তিন আসামি উপস্থিত ছিলেন। বাকি একজন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

প্রসিকিউটর বলেন, এ মামলায় প্রসিকিউশন পক্ষে ১৩ জন সাক্ষী দিয়েছেন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন- আশরাফ আলী হাওলাদার, মহারাজ হাওলাদার ও পলাতক নুরুল আমিন হাওলাদার। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় ভান্ডারিয়ার স্থানীয় পশারীবুনিয়া গ্রামে ১৮ জনকে হত্যা, ধর্ষণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ একাধিক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। গত ১৮ মে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলার রায় অপেক্ষমান (সিএভি) রাখা হয়েছিল।

Leave A Reply

Your email address will not be published.