The news is by your side.

মাধ্যমিকে ভর্তির লটারি আজ, ফল জানা যাবে যেভাবে

0 125

সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আজ ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। এই লটারি ১০ ডিসেম্বর হবার কথা থাকলেও তা পরিবর্তন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ভর্তির লটারি শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

স্কুলে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd/) লটারির ফল দেখা যাবে।

গত মঙ্গলবার অধিদপ্তরের এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়, লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা http://gsa.teletalk.com.bd লিংক থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবেন।

ফলাফল পাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠান প্রধানরা তা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ইমেইলে পাঠিয়ে বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে অবহিত করবেন।

লটারির ফলাফল প্রকাশের পর কোনো প্রতিষ্ঠানের শ্রেণিভিত্তিক শূন্য আসন পূরণ না হলে, সেসব প্রতিষ্ঠানে অধিদপ্তরের পূর্ববর্তী নির্দেশনা অনুসরণ করে বাকি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

অধিদপ্তরের আদেশে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহ্বান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়।

উল্লেখ্য,আগামী বছরের জন্য অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৬ নভেম্বর, যা চলে ৬ ডিসেম্বর পর্যন্ত।

Leave A Reply

Your email address will not be published.