জয়া আহসান। মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছেন। কলকাতার সিনেমা ‘রবিবার’-এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
জয়া আহসান বলেন, ‘রবিবার ছবিটি নিয়ে আমি খুব বিনীত অনুভব করছি। এটা আমার একার না, পুরো টিমের অর্জন। অতনু দা (অতনু ঘোষ) আমাকে এই চরিত্রের জন্য ভেবেছেন, আমাকে সুযোগ দিয়েছেন। বুম্বা দা (প্রসেনজিত্) আমাকে সমানতালে সহযোগিতা না করলে এত কঠিন চরিত্র করতেই পারতাম না। খুব কঠিন একটা চরিত্রে অভিনয় করেছি। এটা গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক পুরস্কার। মোট ১৮ জনের মধ্যে থেকে আমি নির্বাচিত হয়েছি। এটার পুরো ভাগীদার পরিচালক অতনু দা। অনেকেই এই ছবির মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে পারেনি। তাদের কাছে কঠিন মনে হয়েছে। এই ছবিটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল। আমার দর্শকদের আমার ভালোবাসা।’
তিনি আরো বলেন, ‘আমি আরো বেশি খুশি হয়েছি আমার পাশাপাশি ছবিটির জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন পরিচালক অতনু ঘোষ। পরিশ্রমগুলো যখন এভাবে স্বার্থক হয়ে ওঠে তখন সত্যি ভালো লাগে। আরো অনেক ভালো কাজের অনুপ্রেরণা জাগে।’
‘রবিবার’ সিনেমার পরিচালককে শুভেচ্ছা জানিয়ে জয়া একটি স্ট্যাটাসে লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ রবিবার ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’
গত বছরের ২৭ ডিসেম্বর বছরের শেষ সিনেমা হিসেবে মুক্তি পেয়েছিল ‘রবিবার’ ছবিটি। এখানে প্রথমবারের মতো জুটি হয়ে প্রসেনজিত্-জয়া অভিনয় করেছিলেন। এটি চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বাংলাদেশেও মুক্তি পায় সাফটা চুক্তির আওতায়।