The news is by your side.

মাদারীপুরের জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

0 97

মাদারীপুরের কালকিনিতে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভামঞ্চে উপস্থিত হন তিনি।

এদিন দুপুর ২টার দিকে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এক জনসভায় শেখ হাসিনা বক্তব্য দেন। সেখানে নতুন ভোটারদের নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘প্রথম ভোটটি যেন ব্যর্থ না হয়।’

উল্লেখ্য, ১৯৮১ সালে কালকিনির ভুরঘাটায় (মজিদ বাড়ী), ১৯৮৮ সালে কালকিনি পাইলট স্কুল মাঠে, ১৯৯১ সালে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে, ২০০১ সালে কালকিনির গোপালপুর-ভুরঘাটায় জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave A Reply

Your email address will not be published.