The news is by your side.

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে কুপিয়ে হত্যা

0 207

মাদারীপুরের কালকিনিতে ইস্কান্দার খান (৫২) নামে স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার সকাল ৭টার দিকে তাকে কুপিয়ে আহত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মাদারীপুর-৩ আসনের নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে কালকিনির লক্ষীপুর এলাকায় দুদিন আগে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই জেরে কাচিকাটা বাজার এলাকায় শনিবার সকালে বাজার করতে যান রায়পুর ভাটবালি এলাকার আমির আলী খানের ছেলে ইস্কান্দার খা (৫২)। তিনি স্বতন্ত্র প্রার্থী মোসা তাহমিনা আক্তারের সমর্থক ছিলেন। সেখানে তার ওপর হামলা চালায় নৌকার সমর্থকরা। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave A Reply

Your email address will not be published.