আইপিএল আপাতত অনেক দূরে সরিয়ে রেখেছেন সাকিব আল হাসান। তাঁর মাথায় তিনটি বিষয়, বাংলাদেশ, এশিয়া কাপ এবং বিশ্বকাপ।
ঘরের মাঠে অনেক সাফল্য পেয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ়ে চুনকাম করেছে তারা। আয়ারল্যান্ডকে দু’টি ফরম্যাটে হারিয়েছে। দলের এই সাফল্যে গর্বিত অধিনায়ক সাকিব। তিনি মনে করেন, দলের মানসিকতায় অনেক বদল এসেছে। তাই এশিয়া কাপ বা বিশ্বকাপে ভাল ফল করার আশা করছেন তিনি।
এই বিষয়টি কাজে লাগিয়েই আগামী দিনে সাফল্য চাইছেন সাকিব। বলেছেন, “একটা গুরুত্বপূর্ণ বছরে রয়েছি আমরা। এশিয়া কাপ এবং বিশ্বকাপ রয়েছে। পরের ছ’টা মাস আমাদের ভাল খেলতে হবে। গত চার মাসে আমাদের ফলাফল বেশ ভাল। এ বছর বেশি এক দিনের ম্যাচ খেলতে হবে। সেই ফরম্যাটে আমরা বেশ ভাল।
এক দিন আগেই সাকিবের মেজাজ ছিল চরমে। আয়ারল্যান্ড টেস্টে তাঁর বিরুদ্ধে কম বল করার অভিযোগ ছিল। সাকিব বলেছিলেন, “এই প্রশ্নের কোনও ব্যাখ্যা দিতে পারব না। কাউকে বল করতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। আমার হাতে যদি পাঁচ-ছ’টা অস্ত্র থাকে তা হলে সব সময়েই যে তা ব্যবহার করতে হবে, এমন কোনও কথা নেই। তার মানে কি আমি ছাড়া বাংলাদেশে বল করার আর কেউ নেই? আমি ছাড়া কি বাংলাদেশের আর কোনও বোলার ভাল নয়?”