The news is by your side.

মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন পূজা ব্যানার্জী

0 186

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত মুখ। ২০২১ এ স্বামী কুনাল বর্মার সাথে ছেলে কৃশিভকে নিয়েই সামাজিক বিয়ে সেরেছেন তিনি।

সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিতও ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগতের অনেকেই।

সেই সমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়, তার ঝলক অবশ্য অভিনেত্রীর নেটমাধ্যমের পাতায় চোখ রাখলেই মিলবে।

৬ই ফেব্রুয়ারি ৩৬শে পা দিলেন এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ার পাতায় জন্মদিনের দিনে একাধিক পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী, যার কোনটাই নজর এড়ায়নি নেটনাগরিকদের।

এদিন তারকা থেকে সাধারণ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এসভিএফ-এর তরফ থেকেও।

জন্মদিনের দিনেই তার সম্বন্ধে অনেককথা উঠে এসেছে। শোনা গিয়েছে, মাত্র ১৫ বছর বয়সেই প্রেম করে বাড়ি ছেড়েছিলেন অভিনেত্রী। প্রেমিক অর্ণয় চক্রবর্তী-র সাথে বাড়ি থেকে পালিয়ে মুম্বইয়ে এসেছিলেন বলে তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন পূজা । তখন তার মনে হয়েছিল তিনি ঐ মানুষটিকে ছাড়া থাকতে পারবেন না।

কিন্তু পুজাকে একা রেখে মুম্বই থেকে চলে যান তাঁর প্রেমিক। তখন তিনি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। বুঝতে পেরেছিলেন, তাঁর কারণে তাঁর মা-বাবা যথেষ্ট লজ্জিত হয়েছেন।

পরে অভিনেত্রী হিসেবে নিজের জীবন শুরু করেন তিনি। হিন্দি, বাংলা, দক্ষিণীর পাশাপাশি ভোজপুরি ইন্ডাস্ট্রিতেও অভিনেত্রী হিসেবে কাজ করেছেন তিনি। দক্ষিণী ছবিতে সফলতাও অর্জন করেছিলেন তিনি। এই মুহূর্তে নিজের কাজ ও সংসার নিয়েই বেজায় ব্যস্ত অভিনেত্রী।

 

Leave A Reply

Your email address will not be published.