নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই চমক দেখিয়েছেন নেইমার। মৌসুমে প্রথম বারের মত গোলের দেখা পেলেন তিনি। তার জোড়া গোলে এঙ্গার্সকে রীতিমত উড়িয়ে দিয়েছে পিএসজি।
নিষেধাজ্ঞা কাটিয়ে গত সপ্তাহেই মাঠে ফেরেন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। স্টেডে ডি রেইমসের বিপক্ষের সেই ম্যাচে গোলের খাতা খুলতে পারেননি তিনি।
তবে নতুন মৌসুমে নিজের দ্বিতীয় ম্যাচে এসেই স্বরূপে দেখা দিলেন নেইমার। তার জোড়া গোল ছাড়াও ম্যাচে ১টি করে গোল করেছেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি, হুলিয়ান ড্রাক্সলার, ইদ্রিসা গুয়ে এবং কিলিয়ান এমবাপ্পে। আর এঙ্গার্সের হয়ে একমাত্র গোল করেছেন ইসমায়েল ট্রাওরে।
এই ম্যাচে ৬-১ গোলের ব্যবধানে এঙ্গার্সকে হারায় পিএসজি।
প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার ম্যাচ জিতল পিএসজি। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এল নেইমারের দল। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে স্টেডে রেনেঁ। ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লিলে।