বিশ্বকাপ জেতার পর বাড়তি ছুটি কাটিয়েছেন। প্রায় তিন সপ্তাহ বিরতির পর অবশেষে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। পার্ক দে প্রিন্সেসের স্পিকারে আর্জেন্টাইন তারকার নাম ঘোষণা হতেই দর্শকেরা উষ্ণ অভ্যর্থনায় তাঁকে বরণ করে নেন। ফেরার ম্যাচেই পেলেন গোল, জয়ের ধারায় ফিরলো তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
ঘরের মাঠে বুধবার রাতে লিগ ওয়ানের ম্যাচে অঁজের বিপক্ষে ২-০ গোলে জিতেছে পিএসজি। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমারও ম্যাচে দারুণ খেলেছেন। তবে ব্যক্তিগত কারণে ছিলেন না কিলিয়ান এমবাপে।
প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচের আগে গা গরমের সময় পেলের ছবি সম্বলিত টি-শার্ট পড়তে দেখা যায় মেসি-নেইমারদের। যাতে লেখা ছিল ‘অমর’ শব্দটি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। খেলার পাঁচ মিনিটের মাথায় ডান পাশ থেকে নিচু করে পাস দেন ফরাসি তারকা নরডি মুকিএল। বক্সের মাঝামাঝি থেকে সেই পাস থেকে পাওয়া বল জালে পাঠান হুগো একিটি।
৫ মিনিটে উগো একিতেকের গোলের পর ৭২ মিনিটে লক্ষ্যভেদ করেন মেসি। এর মধ্য দিয়ে ২০০৫ সাল থেকে প্রতিবছরই লিগে অন্তত একটি গোল হয়ে গেল আর্জেন্টাইন তারকার। ২০২৩ সালেও এটি মেসির প্রথম গোল।
১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।
প্রাইম ভিডিওকে ম্যাচ শেষে পিএসজি কোচ গালতিয়ের বলেন, ‘আজ আবারও মাঠে আমরা বিশ্বের সেরা খেলোয়াড়কে দেখলাম। লিও খেলতে চেয়েছিল, শারীরিকভাবে খুব ভালো অবস্থানে থেকে দলে ফিরেছে সে। লিও মাঠে থাকা মানে গোলের সুযোগ তৈরি হওয়ার নিশ্চয়তা। সে পুরো ম্যাচ খেলতে পেরেছে। এটাও ভালো দিক।’
বিশ্বকাপ যাত্রা শেষ করে মেসি ৩ জানুয়ারি পিএসজি’র ক্যাম্পে যোগ দিয়েছিলেন। তার আগের লিগ ম্যাচে হেরেছিল পিএসজি। ওই ম্যাচে লাল কার্ড জনিত কারণে ছিলেন না নেইমার জুনিয়রও। কিলিয়ান এমবাপ্পে দলকে একা টানতে পারেননি। এবারি মেসি-নেইমার জুটি এমবাপ্পের অভাব বুঝতে দিলেন না।