ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি-২০ সম্মেলনের দ্বিতীয় দিন আজ রবিবার সকালে তিনি রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানান।
সম্মেলনে অংশগ্রহণ করা বিশ্বনেতারা একসঙ্গে শ্রদ্ধা জানাতে দিল্লির রাজঘাটে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা জানানোর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্ব নেতারা সম্মেলনের স্থল ভারত মান্দাপামে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এরপর সম্মেলনের শেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন তারা। ‘একটি ভবিষ্যৎ’ শীর্ষক এই অধিবেশন শেষে পর্দা নামবে জি-২০ আসরের।
নয়াদিল্লির স্থানীয় সময় ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।