The news is by your side.

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে  জয়ার ‘পেয়ারার সুবাস

0 119

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে প্রতিযোগিতায় অংশ নিতে মস্কো যাচ্ছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’। যার ইংরেজি নাম ‘দ্য সেন্ট অব সিন’।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে সিনেমাটি।

এর আগে মস্কো চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরে নির্বাচিত হয়েছিল বাংলাদেশের সিনেমা ‘আদিম’। সেবার নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড পান আদিমের তরুণ নির্মাতা যুবরাজ শামীম।

আগামী ২০ এপ্রিল শুরু হবে মস্কো উৎসবের এবারের আসর, শেষ হবে ২৭ এপ্রিল। তার আগে ২৬ এপ্রিল উৎসবে পেয়ারার সুবাস-এর আন্তর্জাতিক প্রিমিয়ার হবে।

সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি নির্বাচিত হওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমার অন্যতম পছন্দের কাজ, নূরুল আলম আতিক পরিচালিত ছবি পেয়ারার সুবাস ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান প্রতিযোগিতা বিভাগে, ১৪+ সিকোয়েল,  দ্য ডেড ম্যানস ব্রাইড, ফার্স্ট লাভ, প্যারাডাইস লস্টসহ ১২টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ছবির সঙ্গে নির্বাচিত। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে এই সম্মানীয় চলচ্চিত্র উৎসবের সঙ্গেই। এই খবরে বিশেষভাবে আপ্লুত আমরা।’

‘পেয়ারার সুবাস এক ভিন্নধর্মী বাংলা ছবি, বিশ্বের দরবারে এই ছবির অভিযান আরও উজ্জ্বল হোক, ছবির সঙ্গে যুক্ত প্রত্যেককে জানাই শুভেচ্ছা নিরন্তর।’

Leave A Reply

Your email address will not be published.