দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। বঙ্গভবনে নতুন সরকারের মন্ত্রীদের শপথের মধ্য দিয়ে তাদের অভিষেক হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এর আগে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করেন শেখ হাসিনা। তাকেও শপথ পাঠ করান রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বঙ্গভবনে শপথগ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া পূর্ণ মন্ত্রী ২৫ জন। এর মধ্যে দুজন টেকনোক্র্যাট (সংসদ সদস্য নন)। এ ছাড়া ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।
এক নজরে দেখে নিন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন-
মন্ত্রী
আ ক ম মোজাম্মেল হক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
ওবায়দুল কাদের : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন : শিল্প মন্ত্রণালয়
আসাদুজ্জামান খান কামাল : স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ডা. দীপু মনি : সমাজকল্যাণ মন্ত্রণালয়
মো. তাজুল ইসলাম : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
মুহাম্মদ ফারুক খান : বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
আবুল হাসান মাহমুদ আলী : অর্থ মন্ত্রণালয়
আনিসুল হক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
মোহাম্মদ হাছান মাহমুদ : পররাষ্ট্র মন্ত্রণালয়
মো. আব্দুস সালাম : পরিকল্পনা মন্ত্রণালয়
সাধন চন্দ্র মজুমদার : খাদ্য মন্ত্রণালয়
র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
নারায়ন চন্দ্র চন্দ : ভূমি মন্ত্রণালয়
মো. আব্দুর রহমান : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
মো. আব্দুস শহীদ : কৃষি মন্ত্রণালয়
মহিবুল হাসান চৌধুরী নওফেল : শিক্ষা মন্ত্রণালয়
ফরহাদ হোসেন : জনপ্রশাসন মন্ত্রণালয়
মো. ফরিদুল হক খান : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
মো. জিল্লুল হাকিম : রেলপথ মন্ত্রণালয়
সাবের হোসেন চৌধুরী : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
জাহাঙ্গীর কবির নানক : বস্ত্র ও পাট মন্ত্রণালয়
নাজমুল হাসান পাপন : যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
স্থপতি ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট) : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
ডা. সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
প্রতিমন্ত্রী
বেগম সিমিন হোসেন রিমি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
নসরুল হামিদ : বিদ্যুৎ বিভাগ
জুনাইদ আহমেদ পলক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
মোহাম্মদ আলী আরাফাত : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
মো. মহিববুর রহমান : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
খালিদ মাহমুদ চৌধুরী : নৌপরিবহন মন্ত্রণালয়
জাহিদ ফারুক : পানিসম্পদ মন্ত্রণালয়
কুজেন্দ্র লাল ত্রিপুরা : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
শফিকুর রহমান চৌধুরী : প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
রুমানা আলী : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
আহসানুল ইসলাম টিটু : বাণিজ্য মন্ত্রণালয়