দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু হয়েছে। তবে এখনও মনোনয়ন ফরম নেননি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারীরা।
শুক্রবার সকালে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সাক্ষাৎকার পর্ব শুরু হয়। সকাল ১০টা থেকে রংপুর বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। দুপুরের পর থেকে রাজশাহী বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। পাশাপাশি দলের মনোনয়ন ফরম বিক্রিও চলছে।
জানা যায়, বৃহস্পতিবার জাপার মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন হলেও শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ফরম বিক্রির কার্যক্রম চলবে। গতকাল পর্যন্ত ১ হাজার ৭৬১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।