The news is by your side.

মধ্যরাতে শুভমনের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়লেন সচিন-কন্যা সারা!

0 295

 

বুধবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে খেলতে নামবে ভারত। এই মুহূর্তে মুম্বইয়ে রয়েছে টিম ইন্ডিয়া। শুভমনও রয়েছে সেখানে।

রাতেই শুভমনের সঙ্গে দেখা করতে পৌঁছলেন সারা তেন্ডুলকর। নীল রঙের বিএমডব্লিউ চেপে যান সারা। কাকপক্ষীও জানত না সে কথা। কিন্তু আচমকা ধরা পড়ে গেলেন সচিন-কন্যা!

ক্রিকেটের মাঠ থেকে বিনোদন জগৎ— সর্বত্রই গুঞ্জনের ছড়াছড়ি। সচিন-কন্যা সারা এবং শুভমন নাকি প্রেম করছেন। যদিও সে কথা স্বীকার করেননি কেউ। খেলার মাঠে কিংবা বলিউডের পার্টির আড়ালেই চলছিল প্রেম পর্ব। কিন্তু দিন দিন যেন সাহসী হয়ে উঠছেন সচিন-কন্যা।

মুম্বইয়ে ম্যাচ থাকলেই মাঠে দেখা যায় সারাকে। তবে বেঙ্গালুরুতে দেখা মেলেনি তাঁর। দিন কয়েক আলাদা ছিলেন তাঁরা। তাতেই কি শুভমনের কথা বড্ড মনে পড়ছে তাঁর?

টিম ইন্ডিয়া মুম্বই ফিরতে আর তর সইল না সচিন-কন্যা। রাতেই গেলেন ক্রিকেট তারকার সঙ্গে দেখা করতে! এই নিয়ে জল্পনা চলছে। গাড়িতে উঠতে দেখা গিয়েছে তাঁকে। তবে কোথাও শুভমনের দেখা মেলেনি। তবে গুঞ্জন শুভমনের সঙ্গে সাক্ষাৎ সেরে সঞ্জয় লীলা ভন্সালীর অফিসে যান সারা।

বড় পর্দায় আসার পরিকল্পনা রয়েছে সচিন-কন্যার। সেই কারণে বলিউডে অন্দরে মেলামেশা বাড়িয়েছেন তিনি। অন্য দিকে, দিন কয়েক শুভমন-সারার বিয়ের পরিকল্পনার কথা ফাঁস করেন সংযুক্ত আমিরশাহির খেলোয়াড় চিরাগ সুরি। তিনি এক সাক্ষাৎকারে জানান, আগামী দিনে বিয়ে করবেন শুভমন-সারা। যদিও দুবাইয়ের চিরাগের এই মন্তব্যের পরই নাকি তাঁকে ইনস্টাগ্রাম থেকে থেকে ‘আনফলো’ করে দিয়েছেন শুভমন।

 

Leave A Reply

Your email address will not be published.