The news is by your side.

মধ্যরাতে বাস থেকে নেমেই বাসার দিকে যাবেন না : ডিএমপি

0 161

দেশের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যরাতে ঢাকা মহানগরীতে আসা যাত্রীদের বাস থেকে নেমেই বাসার দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

রোববার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নগরবাসীর প্রতি এ অনুরোধ করেন তিনি।

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর হাতে নিহত আরিফ হত্যাকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হাফিজ আক্তার বলেন, মধ্যরাতে যারা বাসে ঢাকায় আসেন সেই সময়টা অনেকটাই অরক্ষিত থাকে। ফলে তারা বাস থেকে নেমেই বাসায় যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। এতে ছিনতাইকারীর হাতে অনেকেরই প্রাণহানি ঘটে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটু আলো ফুটলে রাস্তামুখী হবেন।

তিনি বলেন, যারা ভোররাতে বাস থেকে নামেন তারা একটু সকাল হলে বাসার দিকে গেলে ভালো হয়। কারণ, ভোররাতে ঢাকা অনেকটাই অরক্ষিত থাকে। ফলে ছিনতাইকারীর কবলে পড়েন অনেকেই। ঢাকায় যেসব জায়গায় পুলিশি ব্যবস্থা থাকে না সেই জায়গাগুলোয় বেশি অপ্রিতিকর ঘটনা ঘটে। ঢাকা মহানগরীর অরক্ষিত এলাকাগুলোতে চেকপোস্ট বাড়ানো হয়েছে। পুলিশের টহল আরও বাড়ানো হয়েছে যাতে মধ্যরাত বা ভোররাতে যাত্রীরা নিরাপদে বাসায় ফিরতে পারেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার গত বছর মিরপুরে ছিনতাইকারীর হাতে নিহত এক ডাক্তারের ঘটনা তুলে ধরেন। এ ছাড়াও যাত্রাবাড়ীর ঘটনায় আরিফ নামে এক যুবক নিহতের ঘটনা তুলে ধরে সবাইকে সকাল না হওয়া পর্যন্ত বাস থেকে নেমে রাস্তামুখী না হওয়ার অনুরোধ করেন।

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.