The news is by your side.

মধ্যরাতে নোরা ফাতেহির সঙ্গে কোমর দোলাচ্ছেন অভিষেক

0 142

মরোক্কান সুন্দরী নোরা ফাতেহির সঙ্গে রাতপার্টিতে বিভোর অভিষেক বচ্চন। তখন রাত ১২টা পার। হুঁশ নেই কারও! মধ্যরাতের মজলিশে তখন বাজছে অভিষেক বচ্চনের ‘বান্টি অউর বাবলি’ সিনেমার গান— ‘কাজরা রে…’। আর সেই গানেই নোরা ফাতেহির সঙ্গে কোমর দোলাচ্ছেন জুনিয়র বচ্চন।

এমন মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি প্রত্যক্ষদর্শীরা। নোরা-অভিষেকের নাচের সেই ভিডিওই এখন নেটপাড়ায় ভাইরাল। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, নোরার সঙ্গে অভিষেক বচ্চন সম্প্রতি এক সিনেমার শুট শেষ করেছেন। পরিচালক রেমো ডি’সুজার ছবি। নাচকে কেন্দ্র করেই ছবির প্লট। সেই ছবির শেষ দিনেই পার্টিতে অভিষেক-নোরাকে ড্যান্স ফ্লোর মাতাতে দেখা গেল।

বান্দ্রার এক হোটলে সেই পার্টি আয়োজিত হয়েছিল। গভীর রাত পর্যন্ত মজলিশ চলে সেখানে। সেখান থেকেই ফাঁস নোরা-অভিষেকের নাচের দৃশ্য। আরেকটি ভিডিওতে দেখা যায়, অভিষেকের বাবা অমিতাভ বচ্চনের ‘জুম্মা চুম্মা’র মতো আইকনিক গানেও নাচছেন। প্রত্যক্ষদর্শীরা তখন উল্লাসে ফেটে পড়েছিলেন। সেসব ভিডিও ভাইরাল হতেই জুনিয়র বচ্চনের উদ্দেশ্যে নেটপাড়ার নিন্দুকদের প্রশ্ন, স্ত্রী ঐশ্বর্য জানে?

এদিন রাতেই বান্দ্রার ওই হোটেলের বাইরে নোরা ফাতেহিকে পাপ্পারাজিরা ঘিরে ধরেন।

Leave A Reply

Your email address will not be published.