The news is by your side.

মধ্যমানের অভিনেত্রীদের পাশে আমার নাম, আপত্তি কঙ্গনার

ফিল্মফেয়ারকে একহাত নিলেন কঙ্গনা রানাওয়াত

0 222

 

কঙ্গনা রানাউত। প্রতিবাদ তাঁর শিরায় শিরায়। অন্যায় হচ্ছে দেখলে গর্জে ওঠেন। এবারও তেমনই করলেন।

এক হাত নিলেন ফিল্মফেয়ার পুরস্কারের কর্তৃপক্ষদের। ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা লিখলেন, ফিল্মফেয়ার যেটা করছে সেটা অনৈতিক!

সম্প্রতি ফিল্মফেয়ার থেকে আমন্ত্রণ পেয়েছেন কঙ্গনা। সেই আমন্ত্রণে কঙ্গনাকে জানানো হয়েছে, ‘থালাইভা’ ছবির জন্য তাঁকে পুরস্কার দেওয়া হবে।

ফিল্মফেয়ারের এই আমন্ত্রণেই আপত্তি কঙ্গনার। কঙ্গনা স্পষ্ট লিখলেন, ”২০১৪ সালের পর থেকে ফিল্মফেয়ার আমাকে নিষিদ্ধ করেছিল। আমি অবাক হচ্ছি, এবার তাঁরা আমাকে আমন্ত্রণ জানিয়েছে, শুধু তাই নয় থালাইভা ছবির জন্য আমাকে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীতও করেছে।

২০১৪ সালে আমাকে ফিল্মফেয়ারের তরফ থেকে বলা হয়েছিল, অনুষ্ঠানে না নাচলে পুরস্কার দেওয়া হবে না। আমি প্রতিবাদ করেছিলাম। আর এবার তো আমাকে আরও অপমান করল। মধ্যমানের সব অভিনেত্রীর সঙ্গে আমার নাম যোগ করল।”

 

Leave A Reply

Your email address will not be published.