মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন: কাদের সিদ্দিকী
মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করায় ক্ষুব্ধ বঙ্গবীর কাদের সিদ্দিকী
বেগম মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারছেন না বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতির পিতার এই ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট ট্রাজেডির পর বেগম মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাতে চেয়েছিলেন, জুতা বানাতে চেয়েছিলেন। যে কথা তিনি কোনদিনই ভুলতে পারবেন না।
অন্যদিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাহজাহান খান প্রসঙ্গে বলেন, শাহজাহান খান শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে খুন করেছেন, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন। যা আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুর সঙ্গে আমার সম্পর্ক আত্মার। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা বয়সে আমার চেয়ে কয়েক মাসের ছোট হলেও তাকে বড় বোন হিসেবে দেখি। শেখ হাসিনার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক। তার সঙ্গে রাজনীতির বনিবনার কিছুটা অভাব আছে, তবে ব্যক্তিগত সম্পর্কে কোন ঘাটতি নেই।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার সাথে দেখা করেছি, আবার করব, বারবার করব। ভাই বোনের সম্পর্কে কোনদিন চির ধরে না, ধরবেনা।