The news is by your side.

ভোটের মুখেও নতুন চমক নিয়ে হাজির মিমি চক্রবর্তী

0 622

 

স্নিকার্স পরে জোরদার প্রচারে নেমে পড়েছিতৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে নাম ঘোষণা পর এমন প্রতিক্রিয়াই দিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী জোরদার প্রচার শুরু করে দিয়েছেন এই টলিনায়িকা

কিন্তু তাই বলে ফিল্মি কেরিয়ার নিয়ে নো কম্প্রোমাইজ। রবিবার মুক্তি পেয়েছে মিমির গান ‘কেন যে তোকে’। আসলে মিমির আপকামিং ছবি ‘মন জানে না’র জন্য গান গেয়েছেন মিমি। এই গানটির মাধ্যমেই প্লেব্যাক করছেন নায়িকা। গানটি কম্পোজ করেছেন ডাব্বু বর্মণ। এর অরিজিনাল ভার্সন গেয়েছেন রাজ বর্মণ। ইউটিউবে এর প্রতিক্রিয়া অসাধারণ। আশা করা যায়, মিমি যে ভার্সনটি গেয়েছেন সেটিও দর্শকের পছন্দ হবে।

গানটি মিমির সাম্প্রতিকতম ছবি ‘মন জানে না’-এর। দোলে মুক্তি পাবে ছবিটি। ছবিতে যশ দাশগুপ্তের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তাঁরা ছবিতে স্বামী-স্ত্রী। ছবিতে তাদের নাম পরী ও আমির। আমির ছবিতে একজন ট্যাক্সি ড্রাইভার। সাদাসিধেভাবে ভালই চলছিল তাদের জীবন। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয় না।

 

Leave A Reply

Your email address will not be published.