চলছে দ্বাদশ সংসদ নির্বাচন। সাধারণ ভোটারদের পাশাপাশি তারকা ভোটাররাও যাচ্ছেন ভোট কেন্দ্রে। দিচ্ছেন পছন্দের প্রার্থীকে ভোট। এ তালিকায় আছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
তিনি ঢাকা ১০ আসনের ভোটার। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী আরেক অভিনেতা ফেরদৌস আহমেদ। তাকেই ভোট দিয়েছেন বলে জানান ভাবনা।
তিনি জানান রাজধানীর ধানমন্ডি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দিয়েছেন তিনি।
দুপুরের খানিক আগে তিনি ভোট কেন্দ্রে যান। সেখানে ভোট আশপাশের বেশ কয়েকটি কেন্দ্রে যান তিনি। ভোট দিয়ে ফেসবুক আইডিতে ভোট দেয়ার ছবিও পোষ্ট করেন এই অভিনেত্রী।
ভোট দিয়ে ভালো লেগেছে। আশা করছি আমার পছন্দের প্রার্থী জয়ী হবেন।’
উল্লেখ্য, ভাবনা ও ফেরদৌস মিলে গেল বছর দামপাড়া নামে একটি সিনেমায় অভিনয় করেছেন। এরইমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এ বছরই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এটি ছাড়াও ভাবনা অভিনীত যাপিত জীবন ও পায়েল নামে দুটি সিনেমা মুক্তি পাবে এ বছর। ছবিগুলো নিয়ে ভাবনা বলেন, ‘সবগুলো ছবি এমদন প্রস্তুত। খুব দ্রুত সময়ে মুক্তি পাবে। এছাড়া আরও দুটি সিনেমায় সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলোর শুটিংও শুরু হবে।