দেশের ২৯৯ টি সংসদীয় আসনে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সিইসি এ তথ্য জানান।
কাজী হাবিবুল আউয়াল বলেন, বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
যে কেন্দ্রে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, তাৎক্ষণিক সেখানে ব্যবস্থা গ্রহণ করেছেন নির্বাচন কমিশন।
ভোটারদের প্রতি আস্থা রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং তাদের সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ভোটার উপস্থিতি আরও অধিক হলে ভালো হতো, তবে ৪০ শতাংশ কম নয়।