The news is by your side.

ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের : ইসি রাশেদা

0 186

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, নির্বাচনকে স্বচ্ছ, পরিচ্ছন্ন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। তবে তা ইসির একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সরকারের সব বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবার সহযোগিতায় একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তা দেশ-বিদেশে প্রশংসিত হবে।

তিনি আরও বলেন, ‌‘ভোটকেন্দ্রে ভোটারদের আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। এটি কমিশনের কাজ নয়। কমিশনার ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্র নিশ্চিত করবে।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচন পরিচালনার অংশ না হয়েও আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তবে আপনাদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামসহ অনেকে।

Leave A Reply

Your email address will not be published.